দেশভ্রমণ
ভূমিকা : বিশাল এ পৃথিবী । আয়োজন এর বিপুল , অফুরন্ত । কত নতুন নতুন দেশ , কত নদী - নির্ঝর , কত গিরি - পর্বত সৌন্দর্যের অপরূপ ডালি সাজিয়ে পৃথিবীর বুক জুড়ে বিরাজ করছে । আমরা এর কতটুকুই বা জানি ? আমাদের জানার সীমাবদ্ধ পরিধিতে সবই অচেনা , অজানা । কিন্তু জানার জন্যে আমাদের অসীম আগ্রহ , অনন্ত উৎকণ্ঠা । তাই এ আগ্রহের জন্যেই আমরা ভ্রমণকাহিনি পড়ি । কিন্তু ভ্রমণকাহিনিতে কি প্রত্যক্ষ অভিজ্ঞতার রোমাঞ পাওয়া যায় ? এজন্যে আমরা অজানার আকর্ষণে অপরিচিত পৃথিবীর দুয়ার খুলে বের হয়ে পড়ি । দেশভ্রমণ করে আমরা লাভ করতে চাই ভ্রমণের প্রকৃত আনন্দ ।
শিক্ষার মাধ্যমে দেশভ্রমণ : জ্ঞানলাভে পরিপূর্ণতা লাভ করতে হলে দেশভ্রমণের প্রয়োজনীয়তা অপরিসীম । কেবল বই পাঠ দ্বারা জ্ঞানলাভ পরিপূর্ণতা পায় না । ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ স্থানসমূহ ভ্রমণ করলে শিক্ষা সম্পূর্ণতা লাভ করে । প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে আমরা বিশেষ বিশেষ স্থান সম্পর্কে কিছু কিছু জানতে পারি মাত্র । কিন্তু তাতে মন ভরে না । দেশভ্রমণের মাধ্যমে মানুষ কোনো বস্তু , জাতি , স্থান বা জিনিসের প্রত্যক্ষ সংস্পর্শে এসে পূর্ণ জ্ঞানলাভ করতে পারে । তাই বলা যায় , দেশভ্রমণ শিক্ষাকে পূর্ণতা দেয় ।
দেশভ্রমণের প্রয়োজনীয়তা : মানুষ দিনের পর দিন তার গৃহের ক্ষুদ্র প্রকোষ্ঠের মধ্যে বন্দি থেকে তার মধ্যে সংকীর্ণতার জন্ম দেয় । দেশভ্রমণের মাধ্যমে সে মুক্তি পায় এবং তার মধ্যে অঙ্কুরিত ক্ষুদ্রতা ও সংকীর্ণতার বীজ সমূলে উচ্ছেদ হয় । এজন্যে হৃদয়ের প্রসারতা লাভের জন্যে দেশভ্রমণের প্রয়োজন রয়েছে । দেশভ্রমণের দ্বারা সীমাহীন সৌন্দর্যের মধ্যে বহু মানুষের স্পর্শ লাভ করে , সম্পূর্ণ নতুন মানুষ হয়ে গৃহে ফেরা যায় । বিশ্ববিখ্যাত পরিব্রাজক ফা হিয়েন , হিউয়েন সাঙ , ইবনে বতুতা প্রমুখ পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়িয়ে অন্যদেশের সভ্যতা ও সংস্কৃতির দ্বারা নিজেদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করেছেন এবং তা আমাদের সামনে তুলে ধরে ইতিহাসের সোনালি পাতায় বরণীয় হয়ে আছেন ।
দেশভ্রমণ ব্যবস্থার উন্নতি : অতীতকালে দেশভ্রমণ ছিল অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার । আজ নানা পথ ও পরিবহন ব্যবস্থার উন্নতির ফলে দেশভ্রমণ সহজ হয়েছে । স্থলপথ , পানিপথ ও বিমানপথ বিস্তৃত হয়েছে এবং পরিবহন ব্যবস্থা হয়েছে সহজলভ্য । এ ছাড়াও বিশ্বব্যাপী ভ্রমণের ব্যাপারে দেশে দেশে এখন ‘ Tourist Bureau ' স্থাপিত হয়েছে । এই ব্যুরো ভ্রমণের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে থাকে ।
উপসংহার : দেশভ্রমণের মাধ্যমে শিক্ষালাভ সম্পূর্ণ হয় , জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় , মনের সংকীর্ণতা দূর হয় , ভাবুক ও চিন্তাশীল হওয়া যায় । কাজেই আমাদের সবার দেশভ্রমণ করা উচিত । দেশভ্রমণ কেবল সৌন্দর্য ও জ্ঞানপিপাসা মেটায় না , আমাদের আনন্দও দেয় ।