আমাদের মাদরাসা বাংলা রচনা

 আমাদের মাদরাসা

আমাদের মাদরাসা


 সূচনা : মাদরাসা মানে শিক্ষালয় । যেখানে জ্ঞান - বিদ্যা শিক্ষা দেয়া হয় তাকে মাদরাসা বলে । মাদরাসা হলো সেসব শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে কুরআন , হাদিস ও ইসলামের বিভিন্ন বিষয়াদি শিক্ষা দেয়া হয় । 

 বর্ণনা : আমাদের মাদরাসার নাম গাজীপুর আইডিয়াল ক্যাডেট মাদরাসা । গাজীপুর মহানগরের পশ্চিম অংশে অবস্থিত । ১৯৯৯ সালে এ মাদরাসাটি প্রতিষ্ঠা করেন আলহাজ মুহাম্মদ মাসুদুর রহমান । ইবতেদায়ি প্রথম শ্রেণি থেকে দাখিল শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় এ মাদরাসায় । আমাদের মাদরাসায় রয়েছে বহুতলবিশিষ্ট শিক্ষা ভবন , ছাত্রীবাস , শিক্ষার্থীদের রয়েছে থাকার আবাসিক ভবন , মসজিদ , খেলার মাঠ শিক্ষকদের জন্য আবাসিক ভবন , এতিমদের জন্য এতিমখানা । এসবই অত্যন্ত পরিকল্পিত ও সুসজ্জিত । 

 শিক্ষার পরিবেশ : ' পড় ' তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন— মহান আল্লাহর এ বাণীর যথাযোগ্য চর্চা হয় আমাদের প্রিয় এ মাদরাসাটিতে । শিক্ষার উত্তম পরিবেশ বিদ্যমান রয়েছে এ মাদরাসায় । এ মাদরাসায় শিক্ষা ভবন নিরিবিলি এলাকায় কোলাহল মুক্ত পরিবেশে অবস্থিত । উন্নতমানের ব্যবস্থাপনা এবং নিয়মকানুন মাদরাসাটির শিক্ষার পরিবেশকে আরও উন্নত করেছে । সব মিলিয়ে এ মাদরাসায় উন্নত শিক্ষা পরিবেশ বিদ্যমান থাকে । যার ফলে মাদরাসা শিক্ষা বোর্ডে প্রতিবছরই অসাধারণ কৃতিত্ব অর্জন করে এই মাদরাসার ছাত্ররা । 

 শিক্ষার্থী - শিক্ষক - শিক্ষিকার সংখ্যা : আমাদের মাদরাসায় অধ্যক্ষ ও সহকারী শিক্ষকসহ মোট ৫০ জন শিক্ষক রয়েছেন । আর শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২০০ জন । প্রত্যেক শ্রেণিতে একাধিক শাখা আছে । মাদরাসায় শিক্ষকগণ সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত । শিক্ষার্থীদের শিক্ষা - দীক্ষার পাশাপাশি আচার ব্যবহার , আদব , কায়দা শেখানোর বিষয়েও শিক্ষকগণ খুবই যত্নবান ।

 মাদরাসার ফলাফল : মাদরাসার ফলাফল অত্যন্ত সন্তোষজনক । প্রতি বছর জিপিএ -৫ সহ বেশ কয়েকজন ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে আসছে ।

 সহপাঠ কার্যক্রম : লেখাপড়ার পাশাপাশি আমাদের চরিত্র গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মাদরাসার শিক্ষকগণ সর্বদা সচেষ্ট । এছাড়া এখানে কবিতা আবৃত্তি , বিতর্ক প্রতিযোগিতা , ক্বেরাত প্রতিযোগিতা ইত্যাদিরও চর্চা হয়ে থাকে । তাছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়ে থাকে । 

 উপসংহার : লেখাপড়া ও খেলাধুলার দিক থেকে আমাদের মাদরাসা সারাদেশের মধ্যে একটি আদর্শ মাদরাসা । | আমরা আমাদের মাদরাসাকে অধিক ভালোবাসি । এ মাদরাসার ছাত্র হতে পেরে আমি খুব গর্বিত ।

New comments are not allowed.*

Previous Post Next Post